কুষ্টিয়ার কুমারখালীতে তানজিল শেখ (১৮) নামে এক শিক্ষার্থীকে প্রকাশ্যে ছুরিকাঘাতের হত্যা করা হয়েছে।
শনিবার (২০ মে) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি স্কুল মাঠে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে।
নিহত যুবক পান্টি ইউনিয়নের ওয়াশী গ্রামের মনিরুল শেখের ছেলে তানজিল শেখ (১৮) তিনি পান্টি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যাই, বেলা তিনটার দিকে পান্টি স্কুল মাঠে তানজিল ও তার সহপাঠী পান্টি গ্রামের মিলনের ছেলে ইমনের মধ্যে কথাবার্তার এক পর্যায়ে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এসময় ইমন তার পকেটে থাকা ডেগার বের করে তানজিলের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।স্থানীয়রা তানজিলকে আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এই ঘটনার পর থেকে ইমন ও তার পরিবারের সবাই পলাতক রয়েছেন বলে জানা গেছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসাইন জানান, হত্যার মুল কারণ কেউ স্পষ্ট করতে বলতে পারছেননা। তবে আসামি আটকের পর প্রকৃত ঘটনা জানা যাবে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামি আটকের জন্য চেষ্টা চলছে।
You must be logged in to post a comment.