বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন

কুমারখালীতে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত ১ 

কুষ্টিয়ার সময় অনলাইন / ১৮০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ৮:০৭ অপরাহ্ন

কুষ্টিয়ার কুমারখালীতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে মো.আরিফুল (৩৭) নামে একজনকে কুপিয়ে গুরুতর আহতের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শুক্রবার (৩০ আগষ্ট) দুপুরে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর মধ্যে পাড়া জামে মসজিদে এই ঘটনা ঘটে।

আহত আরিফুল ইসলাম (৩৭) জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর গ্রামের মো. ওয়াজেদ আলী শেখের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ মসজিদের নাম পরিবর্তন ও কমিটি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো। শুক্রবার জুম্মার নামাজ শেষে একই বিষয় নিয়ে বাকবিতন্ডার সৃষ্টি হলে প্রতিপক্ষের লোকজন আরিফুলের ওপর হামলা করে মারাত্মক আহত করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, এবিষয়ে এখনও কোনো অভিযোগ পায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর