জিয়াউর রহমানের নীতি ও আদর্শকে ধরে রাখতে কুষ্টিয়ার কুমারখালীতে বিএনপির নেতাকর্মীদের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর ) বিকেলে উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তর মীরপুর ফারাজী পাড়ায় এ বৈঠক হয়।
বৈঠকে বক্তারা বলেন, দেশটি ১৬ বছর স্বৈরাশাসক আওয়ামী লীগ ক্ষমতায় ছিলো তারা শুধু লুটপাট করেনি বিএনপির একাধিক কর্মীকে গ্রেফতার হয়রানি ও নির্যাতন করেছে। এখন সময় এসেছে বিএনপি দলমত নির্বিশেষে প্রান্তিক পর্যায়ে ছুটে যাবে সাধারণ মানুষের মতামত নিয়ে আগামী নির্বাচনে অংশ নিয়ে দেশ সুসংগঠিত করবে।
বক্তারা আরও বলেন, বিএনপি সব সময় জনগণের সাথেই ছিলো ১৬ বছরেও তাদের দূরত্ব তৈরি করতে পারেনি। আগামী নির্বাচনে জনগণের ভোটেই বিএনপি ক্ষমতায় আসবে।
চাপড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বিএনপি কর্মী ইমরান ফারাজীর সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদুর রহমান আল-কাদরী সাধারণ সম্পাদক জাহিদ ইসলামসহ স্থানীয় বিএনপির কর্মীরা।