বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন

কুমারখালীতে নওজোয়ান ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কুষ্টিয়ার সময় প্রতিবেদক / ২২৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪, ৭:৪৮ অপরাহ্ন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় নওজোয়ান ক্লাব টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রাইম কোচিং একাদশ ও রাজবাড়ী মুনমুন স্পোর্টিংস ফাইনাল খেলায় অংশগ্রহণ করে।

মঙ্গলবার বিকেলে উপজেলার দুর্গাপুর মাঠে নওজোয়ান ক্লাব নামের একটি জনকল্যাণমূলক সংগঠন এ টুর্নামেন্টের আয়োজন করেন। এসময় খেলার উদ্বোধন করেন নওজোয়ান ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যরা।

খেলাটি সঞ্চালনা করেন কুমারখালী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ইমরান হোসেন পলাশ।

পরে খেলা শেষে সন্ধ্যার দিকে অতিথিরা চ্যাম্পিয়ন দল মুনমুন স্পোর্টস রাজবাড়ী ক্লাবের হাতে পুরষ্কার তুলে দেন। এ সময় খেলায় রানার্সআপ দল প্রাইম কোচিং একাদশের হাতেও পুরষ্কার তুলে দেওয়া হয়। এসময় প্রাক্তন খেলোয়ার ও সংগঠনের প্রতিষ্ঠাতাদের স্মারক সম্মাননা দেওয়া হয়।

পুরষ্কার বিতরণীতে উপস্থিত ছিলেন, নাগরিক কমিটির সভাপতি আকরাম হোসেন,কবি সৈয়দ আব্দুর সাদি,সাবেক ক্রিড়াবীদ আবু তালেব, আসামাওয়াহেত পান্না,নাট্যকার কবি লিটন আব্বাসের সার্বিক পরিচালনায় খেলা অনুষ্ঠিত হয়।

ক্লাবটির সাবেক প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে সাবেক ১৬ জন ক্রিড়াবীদকে সম্মাননা স্মারক দেওয়া হয়। এর মধ্যে জীবিত ৬ জন ও মরনাত্মক ১১ জনকে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর