রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ অপরাহ্ন

কুমারখালীতে এমপি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে দুই-দলই বিজয়ী !

কুষ্টিয়ার সময় ডেক্স / ৩৫৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ৭:৫৬ অপরাহ্ন

কুষ্টিয়ার কুমারখালীতে এমপি কাপ টি-টয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল কুমারখালী স্পোর্টিং ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মার্চ) বিকেলে কুষ্টিয়া রোজা রাইডার্স এর সঙ্গে মাঠে নামেন আদি স্পোর্সস, ফাইনাল খেলাটি উদ্বোধন করেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হক, কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আমিরুল আরাফাত, কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সদস্য জাকারিয়া খান জেমস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আলতাফ মাহমুদ, কুমারখালী পৌর আওয়ামীলীগের সভাপতি রাজ্জাক খান সহ স্থানীয় নেতাকর্মীরা।

হঠাৎ করেই ক্রিকেট খেলা দেখার প্রতি যুবসমাজ, কিশোর, বৃদ্ধসহ সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে আগ্রহ বেড়েছে। বিভিন্ন সময়ে দেখা গেছে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্ট খেলা দেখতে দল বেঁধে কিশোর, যুবকেরা গিয়েছেন পাশাপাশি বৃদ্ধরাও তাদের সঙ্গে উপভোগ করতে দেখা যাই এসকল ক্রিকেট টুর্নামেন্টে।

খেলার শুরুতে দলবেঁধে বিভিন্ন এলাকা থেকে আসতে থাকেন বিভিন্ন বয়সের মানুষ। কেউ মটরসাইকেলে, কেউ ভ্যানে, কেউ ইজিবাইকে, আবার কেউ পায়ে হেটে এসে খেলাটি উপভোগ করেন।

টসে জিতেও ফিল্ডিং করতে নামেন রোজা রাইডার্স। ব্যাটিং এ আদি স্পোর্সস ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করেন জবাবে রোজা রাইডার্স ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান করে। আলো স্বল্পতার কারণে খেলা সম্পন্ন না হওয়ায় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী যুগ্ন-চ্যাম্পিয়ান ঘোষণা করা হয়।

খেলা পরিচালনা করেন সালমান আরিফিন নিবিড় ও মামুন আল সাগর।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর