ক্রীয়া দেয় সুস্থ দেহ, সুন্দর মন, “খেলাধুলা আকরে ধরি, মাদক মুক্ত সমাজ গরি ” এই প্রত্যয়কে সামনে নিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে বাঁশগ্রাম শাহরিয়া মুসা ক্রীড়া চক্র কর্তৃক আয়োজিত আব্দুল ওয়াহেদ মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২০২১এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কুমারখালী উপজেলা বাগুলাট ইউনিয়ন এর বাঁশগ্রাম আলাউদ্দিন আহম্মেদ কলেজ মাঠ প্রাঙ্গণে এই জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বাঁশগ্রাম শাহরিয়ার মুসা ক্রীড়া চক্রের সভাপতি ড.আব্দুল মোহাইমেন এর সভাপতিত্বে মেগা ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী।
এ সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগুলাট ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দিন খান, বাগুলাট ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আজিজুল হক নবা, বাঁশগ্রাম আলাউদ্দিন আহম্মেদ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হামিদুল হক খান প্রমুখ।
ফাইনাল খেলায় পিয়ারপুর অগ্রসেনা ক্লাব ৩-০ গোলে দূর্বাচারা ইউনাইটেড ক্লাব কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
খেলা পরিচালনা করেন বাঁশগ্রাম শাহরিয়ার মুসা ক্রীড়া চক্রের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খেলাধুলার উপর যে গুরুত্ব আরোপ করেছেন তা অনস্বীকার্য। তিনি আরও বলেন যুবসমাজ যাতে মাদকের দিকে না যা সেই জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। এতো সুন্দর একটি টুর্ণামেন্ট উপহার দেওয়ার জন্য, যুবসমাজকে মাদকমুক্ত অপরাধমুক্ত ও ক্রীড়ামুখী করার লক্ষে সম্মানিত খেলোয়ারবৃন্দ ও সমগ্র দর্শকবৃন্দ সহ আয়োজক বাঁশগ্রাম শাহরিয়া মুসা ক্রীড়া চক্রকে তিনি তার ব্যাক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।