বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন

এসিল্যান্ডকে তথ্য দিয়ে বিপাকে যুবক`জেল থেকে বেরিয়ে পিটালো ব্যাবসায়ী

কুষ্টিয়ার সময় প্রতিবেদক / ২৪৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ৭:২৯ অপরাহ্ন

কুষ্টিয়ার কুমারখালীতে মো. আলী হোসেন (৩৫) নামে এক বালি ব্যবসায়ীর বিরুদ্ধে সোহেল নামে এক যুবককে পিটানোর অভিযোগ উঠেছে। এঘটনায় কুমারখালী থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী সোহেলের মা পতি খাতুন। গতকাল শুক্রবার (১২জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার শিলাইদা ইউনিয়নের শিলাইদহ ঘাটে মারধরের এই ঘটনা ঘটে।

আহত যুবক একই ইউনিয়নের আরপাড়া গ্রামের মৃত জামাল শেখের ছেলে ট্রাক্টর চালক মো. সোহেল হোসেন (২৫)। বর্তমানে তিনি কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবার সূত্রে জানা যাই , সোহেল হোসেন শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের বালি ব্যবসায়ী আলী হোসেনের বালি, ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন জায়গায় সরবরাহ করতেন। গত ঈদ- উল- আযাহার কয়েকদিন আগে শিলাইদা ঘাটের বালি মহলে অবৈধভাবে বালি উত্তোলনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত।

এ সময় ট্রাক্টারে থাকা সোহেলকে সাথে নিয়ে অভিযুক্ত আলীকে ছয় মাসের কারাদণ্ড দেন। যদিও ঐ ঘটনায় সোহেলকে ও কিছুদিনের জেল দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এঘটনার পরে গতকাল জামিনে বের হয়ে ৪-৫ জনকে নিয়ে সোহেলকে জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে মোটরসাইকেল যোগে শিলাইদাঘাটে নিয়ে যান আলী সহ বেশ কয়েকজন সেখানে একটি ঘরে আটকে রেখে
লোহার রড ,কাঠের বাটামসহ বেশ কিছু দেশীয় অস্ত্র দিয়ে মারধর ও হুমকি ধামকি প্রদান করেন মর্মে থানায় লিখিত অভিযোগ দেয় সোহলের মা পতি খাতুন।

এমতাবস্থায় গুরুতর হলে একপর্যায়ে তাকে ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যাই আসামী ও তার সহযোগীরা। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে আহতের মা পতি খাতুন বলেন,অতীতে বিভিন্ন সময় আলী হোসেন আমার ছেলেকে অশ্লীল ভাষায় গালিগালাজ, হুমকিও ভায়ভীতি প্রদান করে। গতকাল জেল থেকে বের হয়ে আমার ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর ও হুমকি ধামকি প্রদান করে। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি।

এবিষয়ে কথা হয় উপজেলা সহকারী কমিশনার ভুমি আমিরুল আরাফাত সঙ্গে তিনি জানান, অবৈধভাবে বালি উত্তোলন ও সরবরাহ করায় আলী হোসেন নামে একজনকে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। সোহেল নামে একজনকে মারধরের ঘটনা শুনেছি বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা।

এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকিবুল ইসলাম জানান, সোহেল হোসেন নামে একজনকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধরের লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর